দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুরের অভিযুক্ত মাদক কারবারি আরাফাতকে আটক করেছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। এ সময় বিজিবি সদস্যরা ঈশ্বরচন্দ্রপুরে হাবিবুর রহমানের ছেলে অভিযুক্ত মাদক কারবারী আরাফাতকে সন্দেহমূলকভাবে আটক করে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত আরাফাতের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকাল রাতেই আরাফাতের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে বিজিবির একই দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন ১১৯ বোতল ফেনসিডিল।