সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

 

এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না যাতে দেশের ক্ষতি হয়

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ সাংবাদিক ইউনিটের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বেগমপুর ইউপি চেয়ারম্যান আলি হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এরপর তিনি মঞ্চ থেকে নেমে এসে সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের নব-নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দিত করে দৃষ্টান্ত স্থাপন করেন। এ সময় তিনি বলেন সাংবাদিকতা একটি মহান পেশা এবং জাতির বিবেক। দেশের কোথায় কি ঘটছে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ ঘরে বসেই জানতে পারে। কিছু লেখনিতে বিশ্ব দরবারে দেশের সুনাম বাড়ে আবার কিছু লেখনিতে দেশের সুনাম নষ্ট হয়। এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না যাতে দেশের ক্ষতি হয়। দুর্নীতি সংবাদ পরিবেশন করলে প্রশাসনের মতামত নিতে হবে এবং প্রশাসন কি ব্যবস্থা নিলো সেটিও লিখতে হবে। তাহলে দুর্নীতি কমে আসবে। তিনি আরও বলেন এক সময় তিনি সাংবাদিকতা করতেন। এজন্য সাংবাদিকদের তিনি কাছের মানুষ মনে করেন। কিছুদিন আগে ডাকাতি ও নারী অপহরণের গুজবে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলো। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সেই আতঙ্ক চুয়াডাঙ্গা থেকে দুর করা সম্ভব হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন সাংবাদিক পেশায় সবাই আসতে পারে না, যারা এ পেশায় আসে তারা নি:সন্দেহে সাহসী মানুষ। আপনারা আজ মহান করুনাময়ীর নামে শপথ নিলেন। এ শপথের মর্যাদা রাখবেন এবং সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। রাস্তার দু,পাশে ঝোপ জঙ্গল থাকলে সেখানে সন্ত্রাসিরা ওত পেতে থাকে। সুযোগ বুঝে মানুষের নিকট থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এজন্য তিনি রাস্তার পাশের ঝোপ জঙ্গল পরিস্কার রাখার জন্য এলাকার মানুষকে সচেতন করার জন্য আহ্বান জানান। সাংবাদিক ইউনিটের সভাপতি মো. ইলিয়াস হোসেন ও শঙ্করচন্দ্র ইউপি সচীব জিয়াউর রহমান জিয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পনের সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক অ্যাড. তছিরুল আলম ডিউক, ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ী নেতা শিকদার রাকিব হাসান মানিক। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিটের সাধারণ সম্পাদক শওকত মাহামুদ, সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্মসম্পাদক আলম আশরাফ, প্রচার সম্পাদক সুজন মাহাম্মুদ, সদস্য কবির দুখু মিয়া, রানা, হাসিবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিটের সদস্য সোহেল আহাম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিটের সদস্য হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, রাজু আহাম্মেদ, মানোয়ার হোসেন, উদীচী ডিঙ্গেদহ শাখার আব্দুর ছাত্তার, আবু সাইদ বিশ্বাস, মিলন, কামাল হোসেন, শিল্পি সাবনুর আক্তার কলি প্রমুখ।