গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিসভা

 

ভালাইপুর প্রতিনিধি: গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পরবর্তী আগামী ২৮ জুন নবীনদের উৎসাহ দিতে এবং প্রবীণদের ঐতিহ্য ধরে রাখতে মিলন মেলার প্রস্তুতি ঘটাতে প্রস্তুতি মিটিঙে বাস্তবায়ন কমিটি ৭০ বছর পূর্তিকে জাঁকজমকপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে প্রস্তুতি সভার মতবিনিময় বিদ্যালয় ম্যানেজিং কমিটি উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয়ের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান বাবলু, সাইদুর রহমান লিপু, সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা বেগম, জহুরুল ইসলাম, নাসির হোসেন, আশেকে রাসুল মিলন, রাশেদীন, নাজমুল হোসেন, রবিউল হক, শহিদুল ইসলাম, নিজামুল হায়দার, ইউনুস আলী, নাসির হোসেন, রইস উদ্দিন, আব্দুর রশীদ, আব্দুল কুদ্দুস, হামিদুল হক, নুরুল ইসলাম, শাহাবুল হক, আশাবুল হক, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান, আব্দুর রশীদ, আশাবুল হক, আরিফুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আগামী ঈদুল ফিতরের পর ২৯ জুন ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হলেও অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির পরামর্শে একদিন পিছিয়ে ২৮ জুন ২০১৭ সম্পন্ন হবে বলে জানা যায়।