মহেশপুরে অপচিকিৎসায় প্রসূতি মায়েম মৃত্যুর : ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে মনোয়ারা প্রাইভেট ক্লিনিকে গত ৩ জুন অপচিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে গত ৬ জুন তারিখে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী কনসালটেন্ট ডা. আলাউদ্দীনকে সভাপতি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থকে সদস্য সচিব ও ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. গুলশান আরাকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠিত করে। তদন্ত কমিটিকে আগামী ১১ জুন সকালে উপস্থিত হয়ে তদন্ত কাজ সম্পাদন পূর্বক পরবর্তী কর্মদিবসের মধ্যে ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে মতামত জানানোর নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে উক্ত কমিটি সকালে জিন্নানগর বাজারে অবস্থিত মনোয়ারা ক্লিনিকে সরেজমিনে যেয়ে তদন্ত করে। তদন্ত কমিটির সদস্য সচিব ডা. প্রসেনজিৎ বিশ্বাস জানান, তারা অপারেশনকারী ডাক্তার গোলাম রহমানকে পায়নি। তাকে ২ দিনের সময় দেয়া হয়েছে সিভিল সার্জন অফিসে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার জন্য। অন্যদিকে ক্লিনিকের পরিবেশ সন্তুষ্টজনক নয় বলে জানিয়েছেন। তিনি আরও বলেন দ্রুতই তদন্ত রিপোর্ট সিভিল সার্জন অফিসে জমা দেয়া হবে এবং সিভিল সার্জন পরবর্তী ব্যবস্থা নেবেন।