আলমডাঙ্গার রামনগর গ্রাম থেকে শিশু অপহরণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: ছেলেধরা ও অপহরণ গুজবে যখন আতঙ্কিত গোটা চুয়াডাঙ্গা জেলা। ঠিক তখনই এক শিশু অপহরণের অপচেষ্টার খবর পাওয়া গেলো আলমডাঙ্গার রামনগর গ্রাম থেকে। গতরাত ১০টার দিকে গ্রামের মোতালেব হোসেনের শিশুপুত্র মুশফিককে বিছানা থেকে কে বা কারা তুলে নিয়ে যাচ্ছিলো বলে তার দাদি রওশনারার দাবি। এ সময় পুরো গ্রামজুড়ে শুরু হয় হইচই।

জানা গেছে, পুরো সপ্তাহজুড়ে চুয়াডাঙ্গায় ছেলেধরা ও অপহরণের গুজব ছড়ায় কে বা কারা। এ কারণে বিশেষ করে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। গুজবে কান দিয়ে কয়েকটি এলাকায় স্কুলছাত্রসহ কয়েক যুবক গণপিটুনিরও শিকার হন চুয়াডাঙ্গায়। এরই মধ্যে গতরাত ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের এক শিশু অপহরণের অপচেষ্টা চলে বলে গ্রামের কেউ কেউ জানান। শিশু মুশফিকের দাদি রওশন আরা জানান, দেড় বছর বয়সী মুশফিক রাত ১০টার দিকে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলো। হঠাত দেখি সে বিছানায় নেই। এ সময় চিৎকার চেঁচামেচি শুরু করে। প্রতিবেশীরা ছুটে এলে মুশফিককে বাড়ির পাশের ঝোড়ের ভেতর থেকে উদ্ধার করা হয়। শিশু মুশফিক রামনগর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।