চুয়াডাঙ্গার মর্তুজাপুর গ্রামে এনজিওকর্মী পরিচয়ে প্রতারণা

 

বদরগঞ্জ প্রতিনিধি: এনজিওকর্মী সংস্থার ম্যানেজার পরিচয়ে চুয়াডাঙ্গার মর্তুজাপুর গ্রামের দুই পরিবার থেকে প্রায় সাড়ে ৪ হাজার টাকা প্রতারণা করে নিয়ে গেছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়।

সরেজমিন গিয়ে জানা যায়, ঝিনাইদহের ডাকবাংলা এলাকার একটি এনজিও সংস্থার কর্মী ও অপর জন ম্যানেজার বলে পরিচয় দিয়ে দুই প্রতারক মর্তুজাপুর মসজিদপাড়ার ইযাজুল হকের বাড়িতে যান। ইযাজুল হকে গরুর ওপর মোটা অঙ্কের ঋণ দেয়ার প্রলোভন দেখায়। পরে সঞ্চয় হিসেবে প্রায় ১০ হাজার টাকা জমা দেয়ার কথা জানান প্রতারক চক্র। এসময় প্রতারকের কথার ফাঁদে পড়ে ইযাজুল সঞ্চয়ী ফান্ডে ২ হাজার টাকা জমা দেন। ইযাজুল হকের বাড়ি থেকে বের হয়ে তারা একই গ্রামের পূর্বপাড়ার আত্তাব ফাজালিক জামাতা ছায়েম আলির বাড়িতে যান। তাকে গরুর ওপর ঋণ দেয়ার নাম বলে একই কায়দায় ২ হাজার ৫শ’ টাকাসহ প্রায় সাড়ে ৪ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে গেছে এনজি কর্মী পরিচয়ে প্রতারকরা। এ বিষয়ে সত্যতা জানিয়েছেন ছায়েমর পরিবার।