ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরনী বিদ্যাপীঠের অর্থ আত্মসাতের অভিযোগ- প্রধান শিক্ষক সাইনুল হোসেন সাময়িক বরখাস্ত

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ এনে সোহরাওয়ার্দ্দী স্মরনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসকে সাময়িক বরখস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। গত ২৭ মে ম্যানেজিং কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রদের বেতনের টাকা তুলে ব্যাংকে জমা না দিয়ে শিক্ষক ও কর্মচারীদের নিকট হতে নিয়ে ৫ লাখ ৯৫ হাজার ৪শ ৫৫ টাকা আত্মসাত করেছেন। মাস খানেক আগে বিদ্যালয়ের জমা খরচের হিসেব দিতে বললে ব্যাংকে কোনো টাকা নেই বলে জানা যায়। ব্যাংকে টাকা কেনো জমা নেই এর প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি ও শিক্ষকদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রদের নিকট হতে বেতন বাবদ আদায়কৃত টাকা ব্যাংকে জমা করার কথা বলে কোনো সময় শিক্ষকদের নিকট হতে আবার কোনো কোনো সময় অফিসের কর্মচারীদের নিকট হতে নিয়ে ৫ লাখ ৯৫ হাজার ৪শ ৫৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত ২৭ মে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসকে সাময়িক বরখস্ত করা হয় এবং টাকা ফেরতের জন্য ৭ দিন সময় বেধে দেয়া হয়। গতকাল মঙ্গলবার টাকা ফেরত দিতে ব্যার্থ হওয়ায় প্রধান শিক্ষক সাইনুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান। এ ব্যাপারে প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসের নিকট মোবাইলফোনে জানতে চাইলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগটি উদ্দেশ্য প্রনোদিত এবং ষড়যন্ত্রমূলক।