কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা বাজারের ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে। কার্পাসডাঙ্গা বাজারের মণ্ডল ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা ও ফার্মেসির কাগজপএ সঠিক না থাকাতে ২০ হাজার টাকা জরিমানা করে এবং মেয়াদ উত্তীর্ন ওষুধগুলো আগুনে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। হোটেল উৎসবে পচা, বাসি দুর্গন্ধযুক্ত খাবার রাখার কারণে ৫ হাজার টাকা, একই কারণে ১ হাজার জরিমানা করা হয় হোটেল হাকিমকে, ব্রিজ মোড়ের জব্বারের মুদির দোকানে অভিযান চালিয়ে ২ হাজার টাকা ও আতিক ফার্মেসিকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়াদা নাফিস সুলতানা, চুয়াডাঙ্গা জেলা ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা ভূমি অফিস নাজির হারুন অর রশিদ, আহসান হাবিব, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল বাকি, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস, এএসআই আলমগীর, এএসআই মাসুদ, এএসআই শাহ জালাল প্রমুখ।