মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টির কারণে ভেসে গেলো চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ম্যাচটি। ম্যাচের মাঝে বারবার বৃষ্টি হানা দেওয়ায় ৫০ ওভারের পরিবর্তে ম্যাচ নির্ধারণ করা হয় ৪৬ ওভারে। প্রথমে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯১ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। তবে বারবার বৃষ্টির কারণে ৩৩ ওভারে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ২৩৫ রানের। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৫৩ রান তুলে। এ অবস্থায় আবারো শুরু হয় বৃষ্টি। ফলে, ফল ছাড়াই পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। এর আগে ৪৫ ওভারে ২৯১ রান তোলে নিউজিল্যান্ড। ৪৫তম ওভারে শেষ তিনটি উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জস হ্যাজেলউড। তবে এরই মধ্যে ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি উদযাপন করেন কেন উইলিয়ামসন।