মেহেরপুর অফিস : স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনালের হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন। চাবিটি গ্রহণ করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। এ সময় সেখানে ডা. তাপস কুমার, ডা. ওবাইদুল ইসলাম পলাশ, ডা. এহসানুল কবির, ডা. মিনাল কান্তি ম-ল প্রমুখ উপস্থিত ছিলেন।