মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার গোপালনগরের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের আলাইয়ের ছেলে শহিদুল (৫০), মৃত জামালউদ্দীনের ছেলে কিতাব আলী (৪৫), আজমতের ছেলে হাসিবুল (২৫) ও মোস্তাকিমের ছেলে জাববারুল (৪৫)।
মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, জুয়াড়িরা জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগরের ওই আম বাগানে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় জুয়ার সরঞ্জামসহ ৪ জন জুয়াড়িকে আটক করা হয়। গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জুয়াড়ির কাছ থেকে ২শ’ টাকা করে ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।