স্টাফ রিপোটার: দর্শনা ছাত্রলীগ নেতা সাগরের ওপর হামলা মামলার আসামি শান্তিপাড়ার মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করেন। দর্শনা শান্তিপাড়ার পিরু মিয়ার ছেলে মাসুমকে গতকালই আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য, দর্শনা পৌর শহরের কেরুজ টেডি কোয়ার্টারপাড়ার ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা সাগরের ওপর গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কেরুজ কর্নেল মাঠে হামলা চালানো হয়। এ হামলায় সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মাগুরা সদর হাসাপাতালে। এ ঘটনায় ২৩ মে সাগর বাদী হয়ে মাসুমের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মাসুমকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর আলম।