গর্ভাবস্থায় মায়েদের বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে দিন

ডিঙ্গেদহে ফ্রি মেডিকেল ক্যাম্প পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার উপপরিচালক

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান। তিনি বলেন আমাদের দেশের মায়েরা মনে করে গর্ভবতী অবস্থায় পুষ্টিকর খাবার খেলে পেটের সন্তান মোটা হয়ে যাবে সন্তান প্রসবে অসুবিধা হবে। শিশু সন্তানকে বুকের দুধ না খাওয়ায়ে বাজার থেকে প্যাকেট দুধ খাওয়ান। তারা জানেন না গর্ভাবস্থায় মাকে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ালে সন্তান প্রসবে কোনো ক্ষতি হয় না, বরং সুস্বাস্থ্যবান সন্তান প্রসব করে। সন্তান প্রসবের ৬ মাসের মধ্যে কোন প্রকার বাজার থেকে দুধ কিনে খাওয়ানো যাবে না। মায়ের বুকের দুধই ৬ মাস পর্যন্ত সন্তানের জন্য যতেষ্ট। এ জন্য মায়েদের বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে দিন। তিনি আরও বলেন দেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে কমে যাচ্ছে আবাদী জমি। এজন্য সকলকে একের অধিক সন্তান না নেয়ার জন্য অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উসহকারী মেডিকেল অফিসার রওশন আমিন রতন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাস,র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। চিকিৎসা সেবা প্রদান করেন শঙ্করচন্দ্র স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার রওশন আমিন রতন। অনুষ্ঠানে গরীব ও দুস্থ নারীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করা হয়।