কুষ্টিয়ার মিরপুরে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন ডাকাত গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত হায়দার মালিথার ছেলে আনার ওরফে আনারুল (৪০), ফজলু মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৩), বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের আতিয়ার প্রামাণিকের ছেলে মাসুদ প্রামাণিক (৩৫)। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মীর আব্দুল করিম কলেজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে আটক করে। এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে ১টি শার্টারগান, এক রাউন্ড গুলি, ১টি গাছ কাটা করাত, ২টি রামদা উদ্ধার করেছে।

Leave a comment