কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত গাঁজা সেবন করে ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার (৪৫) নামে এক ইউপি মেম্বার মারা গেছেন। সে উপজেলার বারবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও আ.লীগ কর্মী । স্বপন জোয়ার্দ্দার মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৌরসভার চাপালি গ্রামের একটি বাগানে সে গাঁজা সেবন করছিলো। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বারোবাজার ইউনিয়নের ইউপি মেম্বার স্বপন নেশা করতো। বুধবার দুপুরে সে শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এমএ কাফি তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্য খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন আ. লীগের নেতাকর্মীরা ছুটে আসেন হাসপাতালে।