মেহেরপুর অফিস: মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আলমপুর ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দুই ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে-সদর উপজেলার আলমপুর গ্রামের ইসরাইল হোসেনের ৩ হাজার এবং গাড়াডোব গ্রামের আহাদ আলীর ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুর রহমান জানান, দণ্ডিত দুই ব্যবসায়ীর দোকান তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ ওধুধ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। সে মোতাবেক তাদের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।