মহেশপুর প্রতিনিধি: উপজেলার জোকা গ্রাম থেকে গত সোমবার রাতে শাদা পোষাকে পুলিশ পরিচয়ে ১ জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জোকা গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র রিপনকে (৩৬) রাত ১২টার দিকে শাদা পোষাকে কয়েকজন লোক বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মহেশপুর থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন তারা কাউকে আটক করেনি। ঝিনাইদহ ডিবির দাউদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের কোনো টিম মহেশপুরে যায়নি এবং এ নামে কাউকে আটক করেনি।