শঙ্করচন্দ্র ইউপি পরদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমসহ ডিজিটাল তথ্যকেন্দ্র, কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আগে প্রত্যন্ত এলাকার মানুষ কাজকর্ম করতে খরচ করে জেলা শহরে আসতে হতো। এখন সেই সকল সেবাসমূহ মানুষ ইউনিয়ন পরিষদে এসে সহজেই পাচ্ছে। বর্তমানে মানুষ মিথ্যা জন্ম নিবন্ধন নিয়ে বাল্যবিয়ে দিচ্ছে, পাসপোর্ট তৈরি করছে, স্কুলের বয়স কমিয়ে নিচ্ছে। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে জন্ম নিবন্ধন দেয়ার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে অন্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় বজ্রপাতে বেশি মানুষ মারা যায়। এর কারণ চুয়াডাঙ্গায় বড় বড় কোনো গাছ নেই। এজন্য বজ্রপাত প্রতিরোধ করতে পারে না। বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনার জন্য প্রতিটি বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে তালগাছ লাগানোর জন্য আহ্বান জানান। শঙ্করচন্দ্র ইউনিয়নের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী মহাতাব উদ্দিন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, ইউপি সচিব জিয়াউর রহমান, ইউপি সদস্য শওকত আলী, ছাদেক আলী, আপিল উদ্দিন, রোজিনা বেগম প্রমুখ।