টিপ্পনী:

 

খবর: (কার্পাসডাঙ্গায় স্কুলছাত্রকে বাটামপেটা করলেন ব্যবসায়ী কবীর)

 

তিনি হলেন মেয়ের বাবা

তাই লেগেছে সম্মানে,

খুব রাগী তাই তার এলাকার

মানুষ তাকে যম মানে

 

যমের ঘাড়ে পড়লে বিপদ

পেটান তাকে দমদম

এরপরে কী হবে তিনি

বোঝেন খুবই কম কম

 

গোঁজের ওপর পড়েননি তাই

হুঁল ফোটেনি পায়গায়,

গলদ আছে অনেকখানি

ওনার আসল জায়গায়

 

লাগবে মলম মনের ক্ষতে

নাংলা পাঁচন সঙ্গে,

মলম লাগাও সারা দেহে

পাঁচন ভাঙে অঙ্গে

 

আহাদ আলী মোল্লা