পাঁচমাইল প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একই রাতে চাচাতো ভাতিজা হারুন আলী (২৫) ও চাচা তাহাজদ্দি হোসেন (৬০) নামের দুজন আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার তাদের দাফন কার্য করা হয়েছে।
গ্রামসূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা সদরের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নুর বক্সের ছেলে তাহাজদ্দি হোসেন (৬০) ও একই পাড়ার তার চাচাতো ভাতিজা হারুন আল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। হারুন আলী কালীগঞ্জে বসবাস করতেন। পেশায় তিনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। তবে হারুনের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। সে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে তা নিয়ে সন্দেহের দানা বেঁধেছে। এলাকাবাসী ধারণা করছে মৃত হারুন তার হেলপারের স্ত্রীকে সন্তানাদিসহ বিয়ে করেছিলেন। তার স্ত্রীর সাথে অন্য একজনের পরকীয়া ছিলো। এ কারণে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এ বিষয়ে বঙ্কিরা ক্যাম্পের এসআই সফিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত ৩টার দিকে তাহাজদ্দিন আত্মহত্যা করেন। অপরদিকে হারুন নামের যে যুবক আত্মহত্যা করেছে সে আমার এরিয়ার নয়। গতকালই নিতাদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কার্য করা হয়েছে।