খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। খাদিমপুর কিশোর-কিশোরী ক্লাবের সদস্য শিশির মোল্লা, শাকিল আহম্মেদ, শিমুল বিশ্বাস, সৌরভ আক্তার, ইসরাফিল হোসেন, সোহান মিয়া, সামস ইকবাল, সাদিকুর রহমান ফরহাদ উদ্দিনসহ আরও অনেকে ২০১১ সাল থেকে মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় এই ক্লাবটি খাদিমপুর গ্রামে সামাজিক উন্নয়ন ও বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছে। কার্যর্কম এখন ইউনিয়ন পর্যায়ে বিস্তারের লক্ষ্যে গত সোমবার সকাল ১০টায় বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহজাহান আলম ও পাঁচকমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল ওহাব এবং সহকারী শিক্ষকদের সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন শারমিন আক্তার, নাইমা খাতুন, তাসলিমা খাতুন, তৃপ্তি আক্তার, শিমলা খাতুন, কাকোলী খাতুন, প্রিয়া খাতুনসহ এলাকার আরও অনেকে।