আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কান্তপুরের ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ তাকে গ্রেফতার করেন।
জানা গেছে, উপজেলা কান্তপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ইকবাল হোসেন (৫০) ২০১১ সালের ডাকাতি মামলার আসামি। ডাকাতি মামলার আসামি হিসেবে আদালতে হাজির না হওয়ার কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গতকাল পাচকমলাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মহাব্বত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।