আবার  কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পেল চুয়াডাঙ্গার দুই সন্তান

স্টাফ রিপোর্টার: নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছে চুয়াডাঙ্গার দুই কৃতি সন্তান। এদের মধ্যে মিজানুর রহমান পিকুল উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক এবং আলমগীর কবির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদ লাভ করেছেন। মিজানুর রহমান পিকুল ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তান। আলমগীর কবির একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সন্তান। পিকুলের  বাবা বর্তমানে জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ‍হিসেবে দায়িত্বরত আছেন। পিকুল এবং কবির দুজনই বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন। এর আগে ‍পিকুল সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কবির শহিদুল্লাহ হল শাখা ছাত্রলগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলো। এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এই দুটি পদ লাভ করায় বিভিন্ন মহলের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২১ মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।