অস্ত্রের মুখে মোটরসাইকেল ও আলমসাধুর গতিরোধ করে টাকাসহ মালামাল লুট

সরোজগঞ্জ আইলহাস সড়কের মাইলপোঁতার মাঠে গাছ ফেলে ডাতালদলের দীর্ঘসময় তাণ্ডব

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ আইলহাস সড়কের মাইলপোঁতার মাঠে গাছ ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইলফোন হাতিয়ে নিয়েছে ডাকাতদল। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ আইলহাস সড়কের বাগুন্দা মাইলপোঁতা মাঠে রাস্তার ওপর গাছ ফেলে দুটি মোটরসাইকেল ও একটি আলমসাধুর গতিরোধ করে লুটপাট চালায়। ডাকাতির কবলে পড়া সঠিক পরিচয়  পাওয়া না গেলেও বাগুন্দার লোকজন জানিয়েছেন, তারা আলমডাঙ্গা এলাকার মানুষ তাদের মোটরসাইকেল গতিরোধ করে ২০ হাজার টাকা দুটি মোবাইলফোন ও আলসডাঙ্গার পোলবাগুন্দার মৃত খুদে নস্কারের ছেলে ধনেপাতা ব্যবসায়ী কামাল হোসেন ও তার পার্টনার চুয়াডাঙ্গার দত্তাইল গ্রামের খাইরুল সরোজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতরা তাদের গতিরোধ করে গাছের সাথে বেঁধে রেখে ৯ হাজার টাকা দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এছাড়া আলমসাধুর গতিরোধ করে যাত্রী পোলবাগুন্দা গ্রামের আবুল কাশেমের ছেলে বিপুলের নিকট থেকে ৫শ টাকা একই গ্রামের কিতাব উদ্দিনের ছেলে আনিস ও পলাশের নিটক থেকে ৭শ টাকা, দুটি মোবাইলফোন, সাইদুরের ছেলে নয়নের নিকট থেকে একটি মোবাইলফোন ৫শ টাকা হাতিয়ে নিয়ে ডাকাতদল নির্বিঘ্নে পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি পাহারা জোরদার করা প্রয়োজন।