দামুড়হুদায় সেহরি ও ইফতারির সময় বিদ্যুত না পেয়ে রোজাদারদের ক্ষোভ প্রকাশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রাতদিন ২৪ ঘন্টায় চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। দিনরাত ২৪ ঘন্টায় পাওয়া যাচ্ছে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুত। তাও আবার দু ঘন্টার মাথায় এক ঘন্টা। এছাড়া সেহরি ও ইফতারির সময় বিদ্যুত চলে যাওয়ায় বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে রোজাদারদের। সেহরি ও ইফতারির সময় বিদ্যুত না পেয়ে রোজাদাররা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ভ্যাপসা গরমে সেহরি ও ইফতারের আগ মুহুর্তে বিদ্যুত চলে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এলাকার রোজাদারদের। রোজাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন সারা বছর যা হয়েছে মেনে নিয়েছি। অন্তত রোজার মাসটাই আমরা নিরিবিচ্ছিন্ন বিদ্যুত চাই। এছাড়া ভুক্তভোগীদের অনেকেই প্রশ্ন তুলে বলেছেন সেহরি ও ইফতারির আগ মুহুর্তে বিদ্যুত চলে যাওয়ার রহস্য কী? কেউ কেউ বলেছেন পল্লী বিদ্যুতের অফিসার মনে হয় হিন্দু। তা না হলে ঠিক ওই সময় বিদ্যুত চলে যাবে কেন। নিরিবিচ্ছিন্ন বিদ্যুত পেতে পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগী রোজাদারসহ এলাকাবাসী।