বৈধ কাগজপত্র না থাকায় ২ মোটরসাইকেল আটক ও ৪৩ মামলা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পৌর ডিগ্রি কলেজের পেছনে কায়েমকাটার মোড় ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার চোখতোলার মাঠ নামকস্থানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল আটক ও ৪৩ মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার মেহেরপুর শহরের উপকন্ঠ কায়েমকাটার মোড়ে ট্রাফিক সার্জেন্ট শ্যামলের নেতৃত্বে এবং গাংনীর চোখতোলার মাঠ নামকস্থানে ট্রাফিক সার্জেন ফিরোজ সর্দ্দার ও ট্রাফিক সার্জেন চন্দন কুমার দাসের নেতৃত্বে প্রায় একশ’ মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র, হেলমেট, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি না থাকায় ওই সময় দুটি মোটরসাইকেল আটক ও ৪৩ মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এসময় ওই অভিযানে ট্রাফিক কনস্টেবল জাহিদ, হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।