ভারত-পাকিস্তান লড়াই: ১ সপ্তাহে ১৫ হাজার টিকিট বিক্রি

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঘটনা ভারত-পাকিস্তান লড়াই। রাজনৈতিক কারণে দুই দেশের সেই উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো থেকে বঞ্চিত হচ্ছে ক্রীড়ামোদীরা। অবশেষে দীর্ঘসময় পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। এ নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে সরব হয়েছে দুই দেশের সাবেক ক্রিকেটাররা। তাদের প্রতিদ্বন্দ্বিতার ছাপ দেখা গেছে টিকিট বিক্রিতেও। এক সপ্তাহের মধ্যে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের ১৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী ৪ জুন বার্মিংহামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।