স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ নুরুজ্জামান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির জয়লাভ। গতকাল শুক্রবার ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ২০ ওভারে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ঝিনাইদহ নুরুজ্জামান ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ১৩৭ রান সংগ্রহ করে। ফলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল অনূর্ধ্ব-১৬ দল ১৭ রানে জয়লাভ করে। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষে অংশ নেয় রাইসুল, রাগিব শাহারিয়ার রাতুল, রওনক চৌধুরী, সাদ্দাম হোসেন রকি, মমিনুল হাসান, এরফান, রুবায়েত হাসান রিয়াদ, তুহিন, তৌফিক, আবির, নিপুন, মারুফ, বিশাল, রাফি, তমাল, রিয়াদ হাসান, আকাশ, অন্তর, মহিত, পিয়াস, সাইফুল, জাভিদ, শ্রাবণ, বিদিশা, রুমকি ও সাফিন। খেলায় জয়লাভ করায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন।