ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে দু পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকেলে ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কাষ্টসাগরা গ্রামের হাসিবুল ইসলাম (২৫), সোমা খাতুন (২১), জুলিয়া বেগম (১৮), আলেয়া বেগম (৪৫), আব্দুল খালেক (৫০), খলিলুর রহমান (২৬), খায়রুল ইসলাম (২৬), সিরাজুল ইসলাম (৫০), হাসিনুর রহমান (১৪) ও ইবাদত বিশ্বাসসহ (৬০) ১৫ জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, উত্তর কাষ্টসাগরা গ্রামের দুই ভাই হালিম ও খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকেলে ওই জমিতে থাকা হালিমের ডিস লাইনের তার কেটে দেয় খালেকের দুই ছেলে। এরই জের ধরে উভয়পক্ষ লাঠি, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এত নারীসহ উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আলেয়া খাতুন নামের এক নারীর শারীরিক অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।