চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ

 

স্টাফ রিপোর্টার: জিয়া উদ্দীন আহমেদ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতপরশু বৃহস্পতিবার তিনি বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুসের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। আজ শনিবার বেলা ১২টায় নবাগত জেলা প্রশাসক তার সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়সভায় মিলিত হবেন।

প্রসঙ্গত, জিয়া উদ্দীন আহমেদ ঢাকা সিটি করপোরেশন (উত্তর) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে সম্প্রতি তাকে নিয়োগ দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশ দেয়া হয়।