আলমডাঙ্গায় হেরোইনসহ গ্রাম্য ডেন্টাল ডাক্তার স্বপন আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: ৪০ দিনের চিল্লায় যাওয়ার আগে ১ হাজার টাকার হেরোইন কেনার সময় হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েছেন গ্রাম্য ডেন্টাল ডাক্তার আশরাফুজ্জামান স্বপন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর গ্রামের মৃত আফসার উদ্দীনের ছেলে আশরাফুজ্জামান স্বপন গ্রাম্য ডেন্টাল ডাক্তার। ব্রিজ মোড়ে তার ‘স্বপন ডেন্টাল কেয়ার’ নামে চেম্বার রয়েছে। আজ শনিবার তার ৪০ দিনের চিল্লায় যাওয়ার কথা ছিলো। সকালে তিনি আলমডাঙ্গায় আসেন। রেলস্টেশনের নিকটের চিহ্নিত মাদকব্যবসায়ী ওল্টুর নিকট থেকে ১ হাজার টাকায় ১০ পুরিয়া হেরোইন কেনেন। সেখানে বসেই ২ পুরিয়া খেয়ে বাকি ৮ পুরিয়া নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে হেরোইনসহ আটক করে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করেছে।