মেহেরপুর গণপূর্ত বিভাগ চত্বর থেকে মোটরসাইকেল চুরি!

 

মেহেরপুর অফিস: মেহেরপুর গণপূর্ত বিভাগ চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতরাত (বুধবার) সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে লাল রঙের হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেল (চুয়াডাঙ্গা হ-১১-৭৮২৩) চুরি হয়েছে। মোটরসাইকেলটির মালিক মেহেরপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সানোয়ার হোসেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোটরসাইকেল মালিক সানোয়ার হোসেন জানান, তিনি গণপূর্ত বিভাগের বাউন্ডারির মধ্যে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে দো’তলায় তার রুমে অফিসিয়াল কাজ করতে যান। দু ঘণ্টা পরে নিচে নেমে মোটরসাইকেল দেখতে না পেয়ে নৈশপ্রহরী মাহাতাবকে জিজ্ঞাসা করেন। নৈশপ্রহরী মাহাতাব মোটরসাইকেলটি দীর্ঘক্ষণ দেখেননি বলে জানান। খবর পেয়ে ওই রাতেই মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেহেরপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সানোয়ার হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পোড়াপাড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরি করা হবে।