জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুসকে জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে কতোটা সফল হয়েছি তা চুয়াডাঙ্গা জেলাবাসী বিবেচনা করবে। আমি দু বছর যাবত মেধা ও শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। তিনি বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, সততা ও স্বচ্ছতার সাথে সাধারণ মানুষের সেবা প্রদান করেন। তাহলে দেশের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের পূর্বে বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির।