কোলকাতাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব

 

মাথাভাঙ্গা মনিটর: কোলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। গতরাতে আইপিএলের ৪৯তম ম্যাচে পাঞ্জাব ১৪ রানে হারিয়েছে কোলকাতাকে। নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে পাঞ্জাব। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪টি ছক্কা ও ১টি চারে ২৫ বলে ৪৪ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৩৮ ও ওপেনার মানন ভোরা ২৫ রান করেন।

জবাবে মারমুখি মেজাজে শুরু করলেও, উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি আগের ম্যাচে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করা মেইকশিপ্ট ওপেনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ১০ বলে ১৮ রান করেন তিনি। তবে এক প্রান্ত আগলে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার অস্ট্রেলিয়ার ক্রিস লিন। কিন্তু দলের অন্য সতীর্থরা ব্যর্থ হওয়াতে ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি কোলকাতা। ৮টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৮৪ রান করেন লিন। ম্যাচের সেরা পাঞ্জাবের মোহিত শর্মা। এই জয়ে ১২ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকলো পাঞ্জাব। আর ১৩ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো কোলকাতা।