আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় কুষ্টিয়া র্যাব-১২ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪শ ৭৫ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী এসকান্দার কসাই ও লক্ষণ কর্মকারকে আটক করেছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ আসাননগর ওয়াবদা ক্যানেলের ওপর থেকে তাদেরকে গাঁজাসহ আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে এসকান্দার কসাই (৩৮) মাংস ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিলেন। তিনি আলমডাঙ্গা এলাকায় হেরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করতো। আলমডাঙ্গা বাবু পাড়ার শ্রী রতন কর্মকারের ছেলে শ্রী লক্ষণ কর্মকারকে (৩০) গাঁজা ব্যবসার অভিযোগে আটক করা হয়। গতকাল বুধবার বেলা ২টার দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব-১২’র ডিএডি মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা আসাননগর ওয়াবদা জিকে ক্যানেলের ওপর অভিযান চালান। এসময় র্যাব-১২ এসকান্দার কসাই ও লক্ষণকে আটক করে। আটকের পর তাদের দুজনের নিকট থেকে ৪শ’ ৭৫ প্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাতে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ দুজনকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।