আলমডাঙ্গা হাটবোলিয়ায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাটবোলিয়ায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাটবোয়ালিয়া প্রাইভেট ক্লিনিকের সামনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় জেলা পরিষদের সদস্য হাটবোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠাণ্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পল্লি বিদ্যুতের ৩ নং এলাকা পরিচালক আবুল কালাম আজাদ, হাটবোয়ালিয়া প্রাইভেট ক্লিনিকের পরিচালক জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি রফিকুল হুদা, সম্পাদক নাসির উদ্দিন। মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সোয়েব আলী, ইউপি সদস্য রিপন বিশ্বাস, হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ জামাল উদ্দিন প্রমুখ।