আলমডাঙ্গায় সেশন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কালিদাসপুরের লাল্টু গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সেশন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কালিদাসপুরের লুৎফর রহমান লাল্টুকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত গহর আলীর ছেলে লুৎফর রহমান লাল্টুর (৪৭) নামে ২০১৫ সালে টাকা পয়সা লেনদেনের বিষেয়ে আদালতে সেশন মামলা হয়। দীর্ঘদিন লাল্টু আদালতে হাজিরা না দেয়ার কারণে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাজাপ্রাপ্ত আসামি হয়ে লাল্টু দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গতকাল আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত গোপন সংবাদের ভিত্তিতে লাল্টুকে ধরার জন্য বের হন। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে লাল্টু ফুফার বাড়িতে অবস্থানকালে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসেন। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।