আলমডাঙ্গায় ছাত্রীদের উত্ত্যক্তের ও মাদরাসার আসবাবপত্র ভাঙচুর করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাউসপুরের ইমরান নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। হাউসপুর মহিলা মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্তের ও মাদরাসার আসবাবপত্র ভাঙচুর করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুরের আব্দুর রহিমের উঠতি বয়সী বখে যাওয়া ছেলে ইমরান হোসেন (১৭)। ইমরান তার বাড়ির নিকটবর্তী স্থানে অবস্থিত হাউসপুর মহিলা মাদরাসার ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করে আসছিলো। সে মাদরাসায় ক্লাস চলাকালীন প্রায় ক্লাসরুমে ঢিল ছুড়তো। জানালায় লাঠি দিয়ে আঘাত করতো। ছাত্রীদের সাথে প্রেম করতে জোরাজুরি করতো। বিষয়টি মাদরাসার সুপার মাসুম বিল্লাহ’র স্ত্রী একই মাদরাসার শিক্ষক ইসমাতারা বখাটে ইমরানের ভাবীকে জানান। সে সময় ইমরান বাড়ি ছিলো না। পরে বাড়ি ফিরলে ইমরানকে তার ভাবী শিক্ষকদের অভিযোগ তাকে শোনান। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান গতকাল বুধবার ছুটে যায় মাদরাসায়। গালিগালাজ করতে করতে মাদরাসার পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করে। ইটের টুকরো ছুড়ে ৫ম শ্রেণির জিনিয়া নামের এক ছাত্রীকে আহত করে। ফ্যান ভাঙচুর করে। জানালা দরজা ভাঙচুর করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান নির্বাহী অফিসার হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।