মাথাভাঙ্গা মনিটর: কানাডিয়ান মেগাস্টার জাস্টিন বিবারের ভারত আগমন উপলক্ষে আয়োজকেরা কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ২৩ বছর বয়সী এই শিল্পী যেখানে থাকবেন এবং যেখানে যেখানে যাবেন—সব জায়গাতেই তার জন্য থাকছে বাড়তি নিরাপত্তা। আর মুম্বাই সফরে বিবারের নিরাপত্তা কাছ থেকে পর্যবেক্ষণ করছেন বলিউডের সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী শেরা। অনেক দিন ধরেই সালমানের দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন শেরা। পুরো নাম গুরমিত সিং জলি। শেরাকে বলা হয় সালমানের সবচেয়ে কাছের ও পছন্দের দেহরক্ষী। ভারতে থাকাকালে জাস্টিন বিবারকে শেরার নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি ও আমার পুরো পরিবার শেরাকে নিয়ে অনেক সন্তুষ্ট। শেরা সঙ্গে থাকলে কোনো তারকারই নিজের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে উল্টোপাল্টা কোনো কাজ কখনোই করে না। পেশাদারির দিক বিবেচনা করলে ভারতের অন্যতম সেরা দেহরক্ষী সে।