জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ডাউকির বিনোদপুরে পুকুরের পানিতে পড়ে ৩ বছর বয়সী কোমলমতি কন্যা মারুফা মারা গেছে। গতকাল সোমার ৫ বছর বয়সী বোন শরিফার সাথে পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মারুফা মারা যায়।
স্থানীয়রা বলেছে, বোনের সাথে পুকুরপাড়ে খেলতে গিয়ে কখন যে মারুফা পুকুরে পড়েছে তা বুঝতেই পারেনি। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পেছনে আনুমানিক ২০-২৫ গজদুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশু মারুফাকে দেখে চমকে ওঠেন নিকটজনেরা। মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন প্রায় সন্ধ্যা। মায়ের আহাজারি আর বোনের বুঝ না পাওয়া কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় এ অপমৃত্যুর ব্যাপারে খবর দেয়া হয়। থানা পুলিশের ওসি আকরাম হোসেন মৃতের দাফনের অনুমতি প্রদান করেন। রাত ১০টায় গ্রামের বায়তুল মহররম জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাজা শেষে গ্রাম্য গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।