টিপ্পনি

খবর: (দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি কালিগঞ্জের নি¤œ আয়ের মানুষ)

আকাল এলে মহাজনে
দাদন ছাড়েন সুদে,
ওদের দারুণ কেরামতি
চাল করে নেন খুদে।

আষাঢ় মাসে গম যদি দেন
এক মণে নেন দু’মণ
ওদের জালে আটকে ঘরে
কান্দে বসে সুমন।

নগদ টাকা ছাড়েন মশাই
ডবল ডবল তোলেন,
অন্যরা সব যায় শুকিয়ে
ওনারা খুব ফোলেন।

আসল থাকে পড়ে পড়ে
সুদ নিয়ে হয় টানাটানি,
গরিব লোকের করুণদশা
তাও কোরো না কানাকানি।

– আহাদ আলী মোল্লা