মেহেরপুরে ঝড় ও শিলা-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

 

মেহেরপুর অফিস: গতরাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সাহেবপুর গ্রামের ওপর দিয়ে প্রবল ঝড়-বৃষ্টি বয়ে গেছে। সাথে শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি ভেঙে গেছে এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ওই গ্রামের স্কুল শিক্ষক মহিবুর রহমান জানান, রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত সাহেবপুর গ্রামের ওপর দিয়ে প্রবল ঝড়-বৃষ্টি বয়ে গেছে। সাথে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। এতে শাক-সবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গ্রামের ১০-১৫ টি কাঁচা ঘর ভেঙে গেছে। এতে এলাকাবাসী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির মূল্য নির্ধারণ করা হয়নি।