পিতার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেয়া আলমডাঙ্গার যমজবোন সন্তোষজনক ফলাফল করেছে

 

আলমডাঙ্গা ব্যুরো: পিতার লাশ বাড়িতে ফেলে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আলমডাঙ্গা শহরের জমজবোন বীথি ও তিথি সন্তোষজনক ফলাফল লাভ করেছে। ছোট বোন পেয়েছে জিপিএ-৫।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দীন রোডের বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী গত ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ইউনুস আলীর জমজ মেয়ে ঈশিতা আক্তার বীথি ও নিশীতা আক্তার তিথি। তারা উভয়েই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। পরদিন সকালে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি তাদের রসায়ন বিষয়ের পরীক্ষা ছিলো। সারারাত মৃত পিতার শিয়রে আছড়ে আছড়ে কেঁদেছিলো অসহায় দু বোন। সকালে আত্মীয় পরিজনের অনুরোধে যারপরনাই দুঃখ-কষ্ট বুকে চেপে পিতার লাশ বাড়িতে ফেলে রেখে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলো তারা। যশোর শিক্ষাবোর্ডের অধীন আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তারা ২ বোন পরীক্ষায় অংশ নিয়েছিলো। গত বৃহস্পতিবার এসএসসি  পরীক্ষার ফল ঘোষিত হয়। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, যমজ বোনের মধ্যে বড় বোন ঈষিতা আক্তার বীথি পেয়েছে জিপিএ-৪.৮৬ ও ছোট বোন নিশিতা আকতার তিথি পেয়েছে জিপিএ-৫। পিতৃহারা জমজ দু বোনের উজ্জ্বল ভবিষ্যত কামনায় তাদের মা সকলের নিকট দোয়া চেয়েছেন।