ধর্মান্ধগোষ্ঠীর কাছে আত্মসমর্পণ ও সাম্প্রদায়িক নীতি প্রতিরোধে মতবিনিময় অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:  উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা’র উদ্যোগে পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, পহেলা বৈশাখের ওপর আক্রমণ-অপপ্রচার, ভাষ্কর্য অপসারণ, কওমি মাদরাসার অন্যায্য মর্যাদা দানসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ ও সাম্প্রদায়িক নীতি প্রতিরোধে এক মতবিনিময়সভা অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদীচী-চুয়াডাঙ্গার সভাপতি অ্যাড. নওশের আলী। অতিথি ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রাবন্ধক ও গবেষক অধ্যাপক আব্দুল মোহিত, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, সিপিবি‘র জেলা সম্পাদক লুৎফর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের জেলা আহ্বায়ক লিটু বিশ্বাস, নাট্যকার আবু সাইদ, শিক্ষাবিদ রইস উদ্দিন, শিক্ষাবিদ খলিলুর রহমান, চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘ’র সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী অরিন্দমের সহ-সভাপতি আব্দুস সালাম, উদীচী ডিঙ্গেদাহ’র সহসাধারণ সম্পাদক ইছানুল হক মিলন, ছাত্র মৈত্রী‘র সভাপতি আলমগীর হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি শাওন রায়, ছাত্র নেতা মেহের রাব্বিন সানভি ও লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী চুয়াডাঙ্গার সহসভাপতি শাহিন সুলতানা মিলী। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। বক্তারা বলেন, সরকার একদিকে জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী করছে অন্যদিকে শিক্ষা-সংস্কৃতিকে সাম্প্রদায়িকীকরণের মাধ্যমে জঙ্গিপনার অনুকূলে পরিবেশ সৃজন করছে। একের পর এক দাবি মেনে নিয়ে উগ্র-ধর্মান্ধ গোষ্ঠীর কাছে সরকার আত্মসমর্পণ করছে। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতির ধারা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।