দর্শনা অফিস: দর্শনা পৌর ইমাম সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে হাজি মাও নুরুল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাও মনজুর আহমাদ। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে দর্শনা রেলবাজার কেন্দ্রীয় জামে মসজিদে পৌর এলাকার ৩৬ মসজিদের ইমামের মধ্যে ৩৫ জন উপস্থিত ছিলেন। গোপন ব্যালেটের মাধ্যমেই সভাপতি পদে দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মাও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দর্শনা ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের পেশ ইমাম মাও মনজুর আহমাদ, ক্যাশিয়ার দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণি, দফতর সম্পাদক শান্তিনগর জামে মসজিদের পেশ ইমাম মাও কাজি রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঈশ্বরচন্দ্রপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাও আব্দুল খালেক।