স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপড়া বটতলার বটগাছটি কেটে সাবাড় করার অভিযোগে রিপন ও আশরাফ মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর কলেজের নিকট থেকে গাছের কাটা কিছু অংশও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল সকাল থেকে প্রকাশ্যেই কাটা হয় গাছ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়।
স্থানীয়রা বলেছে, ইসলামপাড়ার বটতলা মোড়ের বিয়াল্লিশ বছরের বটগাছটির বড় বড় ডাল কয়েকজন কাটতে শুরু করে। গাছের ডাল কাটার সময় তারা কখনো বলে, ওটা তাদের নিজেদের জমিতে, কখনো বলে মেয়র কাউন্সিলরদের অনুমতি নিয়েই কাটা হচ্ছে। বটগাছের বড় বড় ডাল কেটে সরিয়ে নেয়ার তোড়জোড় দেখে স্থানীয়রা মেয়র কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে জানতে পারেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। নালিশ করা হয় থানায়। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ইসলামপড়ার নূরুল মাল্লিকের ছেলে রিপন ও মৃত গোলাম সরোয়রের ছেলে আশরাফ মাস্টারকে গ্রেফতার করেন। এ ছাড়াও আজমুল ও হারেজ অলীকে পুলিশ খুঁজচ্ছে বলে সূত্র জানিয়েছে।