স্টাফ রিপোর্টার: ভালাইপুরের ৪ জন মদপান করে রাতে একই মোটরসাইকেলে চেপে চুয়াডাঙ্গা শহর ত্যাগের সময় সদর থানা পুলিশের হাতে ধরা পড়েছে। সদর থানার এসআই জসিম ও এসআই সুপ্রভাত সঙ্গীয় ফোর্স নিয়ে গতরাত সাড়ে ১১টার দিকে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজের নিকট থেকে গ্রেফতার করে। এসময় ৪ জনই অসংলগ্ন উক্তি আওড়াতে থাকে।
গ্রেফতারকৃত ৪ জন হলো- চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভালাইপুরের রাজ হোসেনের ছেলে আল আমিন (২৫), আসাদুল হকের ছেলে আনারুল (২৫), রুহুল আমিনের ছেলে লিখন (২০) ও রবিউল ইসলামের ছেলে শরিফ (২৫)। পুলিশ বলেছে, ৪ জনই মদপান করে মাতলামি করতে করতে একটি মোটরসাইকেলে চেপে ৪ জন হেলে দুলে ছুটতে শুরু করে। ফলে পুলিশ আইনে ৪ জনকেই গ্রেফতার করে থানায় নেয়া হয়। এদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে।