মেধাবীদের অধিকাংশই প্রত্যাশিত ফল না পেয়ে খাতা পুনঃমূল্যায়নে আবেদন নিয়ে ব্যস্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় গতবার অংশ নেয়া শীর্ষ ২৫ মেধাবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একই কক্ষে ইংরেজি পরীক্ষায় দিয়ে ১০ জন পেয়েছে ৬০ নম্বর। একই কক্ষের অন্য প্ররীক্ষাথীদের অধিকাংশেরই ইংরেজিতে প্রাপ্ত নম্বর ৬০ এর কাছাকাছি। এসব কি কাকতালিয়? নাকি অন্য কিছু? তাছাড়া ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শীর্ষ মেধাবীদের অনেকেই প্রত্যাশিত ফল না পেয়ে তাদের প্রায় সকলেই ইংরেজি প্রথমপত্র, বাংলা ও ইসলাম ধর্ম পরীক্ষার খাতা পুন মূল্যায়নের আবেদন করছে। তাদের অভিভাকরে অনেকেই একই কক্ষে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রে কম নম্বর পাওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছে। অথচ ওই সব পরীক্ষার্থীর ইংরেজি দ্বিতীয় পত্রে প্রাপ্ত নম্বর নম্বইয়ের ঘরে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। চুয়াডাঙ্গার ফলাফল হতাশাজনক। বিশেষ করে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১ জনের অকৃতকার্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জেলা সদরের অন্য বিদ্যালয়গুলোর ফলাফলও জানতে চেয়েছেন অনেকে। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২৪২ জন। পাস করেছে ২২১ জন। এপ্লাস পেয়েছে ৫০ জন, এগ্রেড পেয়েছে ১০৫ জন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২০৪ জন। পাস করেছে ২০১ জন। এপ্লাস পেয়েছে ৪১ জন, এগ্রেড পেয়েছে ১০১ জন। ঝিনুক মাধ্যমিক বলিকা বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলো ৯৫ জন, পাস করেছে ৮৩ জন। এপ্লাস নেই। আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলো ৭৬ জন, পাস করেছে ৫৩ জন। এপ্লাস নেই। আদর্শ উচ্চ বিদালয়ের পরীক্ষার্থী ছিলো ৭৭ জন। পাস করেছে ৫৬ জন। এপ্লাস নেই। রাহেলা খাতুন গালর্স একাডেমির মোট পরীক্ষার্থী ছিলো ৫৮ জন, পাস করেছে ৫০ জন। এপ্লাস নেই। চুয়াডাঙ্গা একাডেমির মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ জন। পাস করেছে ৪৯ জন। এপ্লাস পেয়েছে একজন। ডিঙ্গেদহ শহীদ সোহরওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ জন। পাস করেছে ৬০ জন।