বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামের যুবক শামীমের বিরুদ্ধে ইন্টারনেটে নিজের এবং মহিলাদের আপত্তিকর ছবি ছাড়ার গুরুত্বর অভিযোগ উঠেছে। আপত্তিকর ছবি পুলিশের হাতে যাওয়ায় অভিযুক্ত শামীমকে খুঁজচ্ছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলা পাড়ার সিরুর ছেলে শামীম নিজের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছাড়ে। এ ঘটনার কিছুদিন আগে গ্রামের এক সম্মানিত ব্যক্তির আপত্তিকর ছবি ইন্টারনেটে ছাড়ে। বিষয়টি ওই ব্যক্তি পুলিশকে জানায় এবং অজ্ঞাত ব্যক্তির নামে পুলিশের নিকট অভিযোগ করেন। তার জের কাটতে না কাটতে শামীম একইভাবে নিজের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছাড়ে। ইন্টারনেটে ছাড়া ছবি পুলিশের হাতে পৌঁছুলে শামীমকে খুঁজতে থাকে পুলিশ।
হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শফিকুর রহমান বলেন, শামীম মহিলাদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে অর্থআদায় করে থাকে। যা ইতোমধ্যে সে করেছে।