বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ক্যাম্প পুলিশ খাড়াগোদা বাজার এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। বিভিন্ন অপরাধমূলোক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে খাড়াগোদার রুবেল ও সম্রাটকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা বৃদ্ধি পায়। এ রোধে তিতুদহ ক্যাম্প পুলিশ গ্রাম পাহারার ব্যবস্থা করে। বৃহস্প্রতিবার দিনগত রাত ২টার দিকে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজীর নেতৃত্বে সরজগঞ্জণ ক্যাম্প পুলিশের এএসআই বায়জিত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাশ বিরোধী অভিযান চালয় ইউনিয়নের খাড়াগোদা গ্রামে। বিভিন্ন ধরনের অপরাধমূলোক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে পুলিশ গ্রামের গোলজার হোসেনের ছেলে রুবেল (২৩) ও আবদুল আলিমের ছেলে সম্রাটকে (২৫) নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতরা ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। গ্রেফতারকৃতদের গতকাল সকালেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।